মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

আসলে সনাতন ধর্ম কি, এবং কি নয়

আসলে সনাতন ধর্ম কিএবং কি নয় ?
প্রচুর সরকারি এবং বেসরকারি নথিতে Religion বলে যে পঙ্কতিটি পুরন করতে হয়তাতে চিরকাল আমি Hindu লিখে এসেছি৷ লিখিআর মনে মনে হাসি৷ আমাদের কাঁধেএকটা বড় গুরুভার আছে৷ পাঁচ হাজারনাকি দশ হাজারনাকি তারো পুরানোকেউ জানে নাআমাদের এই অতি প্রাচিন ধর্মশভ্যতাকৃষ্টী৷
সেই অতী প্রাচীন অথচ
 চীর নবীন এই ধর্ম আমাদের একটা বিশাল ভার৷ তাকে বাঁচিয়ে রাখারনতুন প্রজন্মকে তা তুলে দেওয়া৷ যেমন করে যুগ-যুগান্তর ধরে প্রাচীন মুনি-ঋষিরা বংশ পরম্পরায় আমাদের ধর্মের কত শুত্রকত মন্ত্র শ্রূতি ও স্ম্রিতির সাহাজ্যে সচল রেখেছিলেন৷ তারা কিন্তু নিজেদেরকে কোনদিন হিন্দু বলতেন না৷

হিন্দু কথাটার ঊপত্তি নিয়ে প্রচুর মতভেদ আছে৷ তবেযেটাতে সবাই একমততা হলযবনরা ভারতে এসে ভারতবাসিদের প্রথম বলে হিন্দু৷ ভারতবাসিরা কবে থেকে নিজেদেরকে হিন্দু বলতে শুরু করে আমার জানা নেই৷ এই হিন্দু নামকরনের দুটি কারন হতে পারে৷ একইন্দ্রের পুজারি হিন্দু৷ দুইসিন্ধু নদির পরপারে যারা বাস করেতারা হিন্দু৷ পন্ডিতরা সাধরণত দুইকেই মানেন৷ হিন্দু শব্দটা আসলে একটি তথাকথিত slang বা অপভ্রংশ৷ আমদের ধর্ম শনাতন ধর্ম৷ Its more like a way of life than religion in the Western sense. সংক্সৃতে ধর্ম মানে হচ্ছে গুণ বা Property৷ লোহার যেমন গুণচুম্বকের দ্বারা আকৃষ্ট হওয়া৷ তেমনিআমাদের জীবনের ধর্ম হল এই সনাতন ধর্মতাতে সে নাস্তিক হোকবা অধার্মিক হোকসে মানুকনা মানুককিচ্ছু এসে যায় না৷ এটা মনুষ্য ধর্ম৷ পাশ্চাত্য মতে এই ধর্মের মানেটায় পুরো আলাদা৷ তাদের কাছে এটা বিশ্বাস৷ আমাদের কাছে এটা বিশ্বাসের থেকে অনেক উপরে৷ এটা আমাদের জীবনের পধ্যতি৷

"জন্মিলে মরিতে হইবেমরিলে জন্মিতে হইবে"৷ No escape from this cycle of births and re-births, whether you deny this, believe this, or laugh at this, does not matter. Simply does not matter.

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):