ছবির এই ব্যক্তিকে দেখে যেকেউ মনে করতে পারেন তিনি ইসকন ভক্ত তথা ইসকন প্রভু। ইসকন প্রচার কেন্দ্র সবুজবাগ শ্রীমঙ্গল শাখার প্রভুরাও তাই মনে করতেন। তাকে আশ্রয় দিয়েছিলেন মন্দিরে, থাকা-খাওয়া কাপড়চোপড় সবকিছুর বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল তার জন্য, সে নিজেকে বাঁধন গৌড় দাশ নামে পরিচয় দিতো! সে আসার পর থেকেই মন্দিরে চুরির ঘটনা নিয়মিত হয়ে যায়, সেইসাথে তার গতিবিধি, চলাফেরা, আচার আচরণ মন্দির কতৃপক্ষের সন্দেহজনক মনে হয়। একসময় তার প্রতি নজরদারি বাড়ানো হয়, অবশেষে গতকাল বিকাল আনুমানিক ৪ টার দিকে মন্দিরের জিনিষ চুরি করার সময় এই ছদ্মবেশী প্রভু তথা আবদুল্লাহ মন্ডলকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়। সে পুলিশের কাছে দীর্ঘদিন ধরে চুরির ঘটনা স্বীকার করেছে, উল্লেখ্য এই আবদুল্লাহ মন্ডলের বাবার নাম আনোয়ার মন্ডল, তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। সে পুলিশকে আরো জানায় তার এই চক্রের সাথে আরো কয়েকজন জড়িত আছে। পুলিশের তরফ থেকে তাকে আটকের পর বাকিদেরও ধরতে অভিযান চলছে। হাতেনাতে ধরা পরা এই চোরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেইসাথে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি এইধরনের ছদ্মবেশী চোর ছ্যাঁচড় যাতে আপনার এলাকার মন্দির বা আশ্রমে ছদ্মবেশে ঢুকে চুরি ডাকাতি কিংবা অন্য কোন উপায়ে নাশকতা করতে না পারে তার জন্য সচেতন হোন, প্রতিনিয়ত চোখ কান খোলা রাখুন, এইসব আলামত কিন্তু ভালো নয়।।
ইসকন ভক্ত সেজে দীর্ঘদিন চুরির সাথে জড়িত ছিল আবদুল্লাহ মন্ডল
প্রকাশিত হয়েছেঃ জুলাই ১০, ২০১৯
ইসকন ভক্ত সেজে দীর্ঘদিন চুরির সাথে জড়িত ছিল আবদুল্লাহ মন্ডল!
0 মন্তব্য(গুলি):