মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

'যত মত তত পথ'---উক্তিটি কি যথার্থ?

প্রশ্নঃ 'যত মত তত পথ'---উক্তিটি কি যথার্থ?
🌷👉উত্তরঃ বৈদিক শাস্ত্রের নির্দেশিত কলিযুগের যুগ-ধর্ম দিব্য হরিনাম সংকীর্তন করাই কলিবদ্ধ কলুষিত জীবের একমাত্র পথ, যা জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি-ময় ভবচক্র থেকে আমাদের পরিত্রাণ করবে। কিন্তু 'যত মত তত পথ' কথাটিও যথার্থ। কারণ, হরিনাম মহামন্ত্র বাদ দিয়ে অন্য যত রকমের মত অনুসারে চলা যায়, তারও তত রকমের পথ রয়েছে৷ সেই সমস্ত মতে চললে, মৃত্যময় জড় জগতের মধ্যেই জন্ম-জন্মান্তর ধরে ঘুরপাক খেতে হবে, কোনও দিন ভগবানের সচ্চিদানন্দময় ধামে ফিরে যাবার উপায় থাকবে না। এটাই বৈদিক শাস্ত্রের মূল সিদ্ধান্ত৷ কোনও পথ চলে গেছে নরকে, কোনও পথ বৈকুণ্ঠে৷ যাঁরা নরকের মত ও পথ গ্রহণ করেন, তাঁরা নরকেই গমন করেন।
সুতরাং 'যত মত তত পথ' ঠিকই রয়েছে।

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):