আপনে সবারে প্রভু করে উপদেশে,
কৃষ্ণনাম মহামন্ত্র শুনহ হরিষে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র,
ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ।
ইহা হৈতে সর্ব সিদ্ধি হ ইবে সবার,
সর্বক্ষন বলো ইথে বিধি নাহি আর।
কি ভোজনে কি শয়নে কিবা জাগরনে,
অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে।
দশ পাচ মিলি সবে দ্ধারেতে বসিয়া,
কির্তন করহ সবে হাতে তালি দিয়া।
সন্ধা হৈলে আপনার দ্ধারে সবে মিলি
কির্তন করহ সবে দিয়া করতালি।
এই মতে নগরে নগরে সঙ্কীর্তন,
করাইতে লাগিলেন শচীর নন্দন..
(চৈঃ ভাঃ ম ২৩)
সর্বদা শ্রীমুখে ' হরে কৃষ্ণ হরে রাম'।
বলিতে আনন্দ ধারা নিরবধি ঝরে।
( চৈঃ চঃ আ ১/১৯৯)
কৃষ্ণনাম-মহামন্ত্রের এই ত' স্বভাব।
যেই জপে, তার কৃষ্ণে উপজয়ে ভার।।
( চৈঃ চঃ আ ৭/৮৩)
গৌর যে শিখাল নাম সেই নাম গাও।
অন্য সব নাম-মাহাত্ম্য সেই নামে পাও।।
খবর বিভাগঃ
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ
0 মন্তব্য(গুলি):