সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

বিষ্ণুর 10 অবতার এর কথা

বিষ্ণুর 10 অবতার এর কথা শুনিলে খুব মোড় হাসি পায় । পুরান সব বেদের অনেক অনেক পরে রচিত, যখনই পৃথিবী তে বিপদ দেখা দেয় সেই সময় নাকি ঈশ্বরসেই বিপদ কে শেষ করে এই ধরাধামে নেমে আসে যেমন শুয়োর, মাছ, কচ্ছপ , নরসিংহ, 👈👈👈👈 এগুলো কি বাস্তব এর মধ্যে পড়ে ?😂😂😂😂 এই দিকে বুদ্ধ কে ঢুকিয়েছে বুদ্ধ তো বৌদ্ধ সে তো বেদ গীতা মানত না তাকেও ঢুকিয়েছে । আরো অনেক এই তিনটা জীব সত্য যুগে এসেছিলো , কিন্তু দেখো কলিযুগে এত বিপদ ঈশ্বর কোথায় ???
বিনা দোষে কোটি কোটি হিন্দু কে মারেছে মুসলিম রা, খ্রিষ্টান রা ঈশ্বর কি আর রূপ নেওয়ার ক্ষমতা নেই, দুটো বোরো বোরো বিশ্ব যুদ্ধ হলো কথায়জন্ম ঈশ্বর এর ??? অবতার এর কথা অন্ধ মানুষ রুপি জন্তুদের মুখেই মানায় । জীব আত্মা কে ঈশ্বর দিয়েছে এখন আমরা যেভাবে চলবো সেই ভাবেই চলবেজীব আত্মা ,
ঈশ্বর কিছু করতে আসবে না ঈশ্বর জ্ঞান দিয়েছে সেই জ্ঞান মতে চলবে তো ভালো হবে চলবে তো খারাপ হবে এটা স্বাভাবিক , আগুনে হাত দিলে তো আর এগুলো তোমাকে ছেড়ে দেবেনা আর ঈশ্বর আসে বলবেও না কেনো হাত দিচ্ছ আগুনে ।
তেমন শরীর কে চালোনা করবে জীব আত্মাই অন্য কেউ নয় , কারো মতে যদি এমন হয় -" ঈশ্বর আমাদের দেহ কে চালায়" তাহলে এই কথা ভুল হবে ঈশ্বর যদি আমাদের চালোনা করে তাহলে আমাদের কর্মের ফল কেন দেবে ঈশ্বর ? সবই তো সেই ঈশ্বর করাচ্ছে তাদের মতে কিন্তু যদি তাদের কোনো আত্মীয় মারা যায় ডাক্তার এর ভুলে তাহলে তো হয়ে গেলো সেই ডাক্তার কে কাছে পেলে মারতে শুরু করবে । তখন আর বলবে না যে বাদ দাও সবই তো ঈশ্বর করাচ্ছে ।
🙏🙏🙏🙏

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):