সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

পৃথিবীর উচ্চতম মন্দির স্থাপিত হতে চলেছে বৃন্দাবনে


পৃথিবীর উচ্চতম মন্দির স্থাপিত
হতে চলেছে বৃন্দাবনে

ইস্কনের
তত্তাবোধানে মন্দিরটি তৈরী করা হচ্ছে।
মন্দিরটি কুতুবমিনারের চেয়ে তিন গুন উঁচু
হবে।কুতুবমিনারের উচ্চতা ৭২ মিটার তার
চেয়ে তিনগুন হবে ।৭০ তলা বিশিষ্ট এই
মন্দিরটি হবে পৃথিবীর সবচেয়ে উচ্চত্তর
মন্দির। মন্দিরের গঠনশৈলীতে অসাধারন
শিল্পকর্মের নিদর্শন তুলে ধরা হবে।
মথুরায় যমুনা নদীর তীরে ৬২ একর
জায়গা নির্দিষ্ট করা হয়েছে।ভক্তদের
থাকার জন্য ৫০০ কক্ষ থাকবে এই মন্দিরে।
চলতি মাসেই কাজ শুরু করা হবে।

সবাই শেয়ার করুন

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):