আলোচনাঃ- জড়জগতের অনন্তকোটি ব্রহ্মান্ড; প্রতিটি ব্রহ্মান্ডে অনন্ত কোটি গ্রহ - নক্ষত্র ; স্বর্গ, মর্ত্য ও নরক এগুলো জড় ব্রহ্মান্ডের ভেতরে অবস্থিত এবং জড়জগতের বাহিরে রয়েছে অনন্ত কোটি বৈকুণ্ঠলোক।মৃত্যুর পর কে কোথায় যাবে, কোন প্রকার দেহ প্রাপ্ত হবে তা নির্ধারিত হয় জীবের কর্মফল ও বাসনা অনুসারে।
শান্তি লাভের উপায় সম্পর্কে ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন -- ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোকমহেশ্বরম্।
সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি।।
অর্থ-- আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরমভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ--দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। অর্থাৎ কেউ এভাবে শ্রীকৃষ্ণকে জেনে তাঁর আরাধনা করে যখন জড়বন্ধন থেকে মুক্ত হন, তখন সর্বত্রই তিনি শান্তি অনুভব করেন। কিন্তু কেহ যদি তা না করেন, তবে তিনি ইহকালে বা পরকালে কোথাও শান্তি পাবেন না।
হরে কৃষ্ণ।।
খবর বিভাগঃ
হিন্দু ধর্মীয় প্রশ্ন ও উত্তর
0 মন্তব্য(গুলি):