শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

সনাতনকে জানুন .............

সনাতনকে জানুন .............
১. ভগবান কাকে বলে ?
= সনাতন ধর্ম অনুসারে ঐশর্য্য ,বীর্য্য ,যশ , শ্রী , জ্ঞান ও বৈরাগ্যকে ভগ বলে।
এই ছয়টি গুণ অর্থাৎ ভগ যাঁর মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, তিনিই ভগবান।ঈশ্বরকে যখন এই ছয়টি গুণের অধীশ্বর রূপে কল্পনা ও আরাধনা করা হয় , তখন তিনি ভগবান নামে পরিচিত হন ।
২. ব্রহ্ম শব্দের অর্থ কি ?
= ব্রহ্ম শব্দের অর্থ সর্ব্ববৃহৎ। যাঁর থেকে বড় কেউ নেই , যিনি সকল কিছুর স্রষ্টা এবং যাঁর মধ্যে
সকল কিছুর অবস্থান ও বিলয় তিনিই ব্রহ্ম।
৩. সনাতন ধর্মানুসারে পরম তৃপ্তি ও মুক্তির পথ কোনটি ?
= সনাতন ধর্মানুসারে ঈশ্বরের সান্নিধ্য লাভ করাই হলো পরম তৃপ্তি ও মুক্তির একমাত্র পথ।
৪. জীবদেহের ভেতরে যে জীবন আছে তা কিসের অংশ ?
= জীবদেহের ভেতরে জীবন আছে তা পরমাত্মার অংশ।
৫. সনাতন ধর্মে জীবনকে স্বার্থক ও গৌরবময় করার জন্য কয়টি আশ্রমের
কথা বলা হয়েছে এবং কি কি ?
= চারটি , যথা ব্রহ্মচর্যাশ্রম (১ম পঁচিশ বছর), গার্হস্থ্য আশ্রম (২য় পঁচিশ বছর), বানপ্রস্থ আশ্রম(৩য় পঁচিশ বছর), সন্ন্যাস(৪র্থ তথা শেষ পঁচিশ বছর)।
৬. মোক্ষলাভের অন্যতম উপায় কি ?
= জ্ঞানযোগ।
৭. জ্ঞানযোগ কী ?
= জ্ঞানের আলোকে স্রষ্টাকে জানার সাধনাকে জ্ঞানযোগ বলে।
৮. ভক্তি কী ?
= ভগবানের প্রতি ঐকান্তিক প্রেম বা ভালোবাসাকে ভক্তি বলে।
৯. ভক্তিযোগ কী ?
= ভক্তিকে অবলম্বন করে ঈশ্বরের আরাধনা করাকে ভক্তিযোগ বলে।
১০. ভক্তিযোগের প্রধান লক্ষ্য কী ?
= ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করাই ভক্তিযোগের প্রধান লক্ষ্য।
১১. সনাতন ধর্মের মূলে কে রয়েছেন ?
= সনাতন ধর্মের মূলে রয়েছেন স্বয়ং ঈশ্বর।
১২.' যুক্তিহীনবিচারেণ ধর্মহানিঃ প্রজায়তে ' এর অর্থ কি?
= যুক্তিহীন বিচারে ধর্মের হানি ঘটে ।
১৩. বিবাহের মূল পর্বের নাম কি?
= সম্প্রদানপর্ব।
১৪. অন্ত্যোষ্টি শব্দের অর্থ কি ?
= অন্ত্য শব্দের অর্থ শেষ এবং ইষ্টি শব্দের অর্থ যজ্ঞ।
অর্থাৎ , অন্ত্যোষ্টি শব্দের অর্থ শেষযজ্ঞ তথা অগ্নিতে মৃতদেহকে আহূতি দেওয়া।
১৫. শ্রাদ্ধের প্রবর্তক কে ?
= মুণি নিমি।
১৬. 'একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি ' এর দ্বারা কি বোঝানো হয় ?
= এক , অখণ্ড ও চিরন্তন ব্রহ্মকে বিপ্রগণ ও জ্ঞানীরা বহু নামে বর্ণনা করেছেন।
১৭. দূর্গাপূজার কোন সময়ে সন্ধি পূজা করা হয় ?
= অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে।
১৮. কোন পূজায় দেবী দূর্গার উদ্দেশ্যে ১০৮ টি মাটির প্রদীপ প্রজ্জলন করা হয় ?
= সন্ধি পূজায়।
১৯. দূর্গাপূজার কোন দিবসে কুমারী পূজা করা হয় ?
= অষ্টম দিবস তথা অষ্টমী তিথিতে ।
২০. ' বেদোহখিলধর্মমূলম্ ' কথাটির অর্থ কি ?
= বেদই অখিল ধর্মের মূল।
নমস্কার বন্ধুগণ , ওঁ নমঃ শিবায় ।

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):