আমরা কি কখন ভেবে দেখেছি?...কি আমাদের পরিচয়?
কেন ই বা এসেছি এই ধরাধামে?
কেন ই বা পেলাম এই সাধের মানব জনম?
হতে পারতাম পশু পাখি গাছ পালা আর ও কত কি কিন্তু না, পেয়েছি মানব জনম যা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, চুরাশি লক্ষ যোনি ভ্রমণ করে পেয়েছি এই সাধের মানব।
জনম কত সাধনার ফলে পেয়েছি এই জনম কিসের জন্য? কৃষ্ণ ভজনের জন্য তার চরণ পাবার আশায় যা স্বর্গের দেব দেবীরা ও আশা করে যা ওদের ভাগ্যে
নাই, আর আমারা কি করছি?
মায়া দ্বারা আবদ্ধ হয়ে যে কি না আমাদের পরম বন্ধু তাকেই ভুলে বসে আছি। যারা নাকি পর দুদিনের সঙ্গী তাদের আপন করে বসে আছি। তাহলে আমরা কেমন বোকা?
এই ধরাধামে এসেছি প্রতিটি সেকেন্ডের ও অনেক মূল্য। আমাদের জন্য প্রতিটি মুহূর্ত হারিয়ে ফেলছি আমরা আমাদের জীবন থেকে।
অথচ কৃষ্ণ ভজন হল না বাল্য কাল যা সঠিক সময় কৃষ্ণ ভোজনের জন্য যা কিনা
আমারা হাসতে খেলতে হারিয়ে ফেলেছি।
যৌবন কাল রসে রসে যাচ্ছে,বৃদ্ধ কালে আমারা কৃষ্ণ ভজনা করব এই চিন্তা করি। কিন্তু বৃদ্ধ কালে সম্বল যে আমাদের লাঠি হবে তা কি আমারা ভেবেছি কখন ?
তখন এ দেহে শক্তি থাকবে না,তখন আর কৃষ্ণ ভজন ভাল লাগবে না।
হরে কৃষ্ণ......🙏🙏
আমরা কি কখন ভেবে দেখেছি?...... কি আমাদের পরিচয়?
প্রকাশিত হয়েছেঃ জুলাই ১২, ২০১৯
0 মন্তব্য(গুলি):