মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

প্রশ্নঃ অসংখ্য তুলসীবৃক্ষ রয়েছে। প্রতি বৃক্ষ এক-একটি আত্মা। এই আত্মাগুলো কে? এদের মধ্যে কোনটি তুলসী দেবী?

প্রশ্নঃ অসংখ্য তুলসীবৃক্ষ রয়েছে। প্রতি বৃক্ষ এক-একটি আত্মা। এই আত্মাগুলো কে? এদের মধ্যে কোনটি তুলসী দেবী?
উত্তরঃ তুলসীবৃক্ষগুলি তুলসীদেবীর বিস্তার। যেমন অসংখ্য শালগ্রাম শিলা রয়েছে। প্রতি শালগ্রামই বিষ্ণু। বিষ্ণুর বিস্তার। একই গঙ্গাদেবী স্বর্গে সুরধুনী, মর্ত্যে গঙ্গা, পাতালে ভোগবতী নদীরূপে প্রবাহিতা। অনুরূপভাবে একই তুলসীদেবী শ্রীভগবানের সেবা পারিপাট্যের জন্যই অসংখ্যরূপে বিরাজিতা। তবে এই সমস্ত বৃক্ষ কখনই বদ্ধ জীবাত্মা নয়। জড় জগতের কোন বদ্ধ জীব তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করতে পারে না। অন্যান্য বৃক্ষগুলির সঙ্গে তুলসী বৃক্ষের তুলনা হয় না।
মহর্ষি নারদ মুনি দ্বারকা পুরীতে শ্রীকৃষ্ণকে দর্শন করতে যান। ষোল হাজার একশ আটটি প্রাসাদে তিনি যান, কিন্তু প্রত্যেক প্রাসাদেই তিনি কৃষ্ণকে দেখতে পান। প্রত্যেক শ্রীকৃষ্ণই পৃথক পৃথক কর্মে নিযুক্ত হয়েছেন দেখা গলে। প্রত্যেক শ্রীকৃষ্ণই মুনিবরকে দেখতে পেয়ে এমনভাবে সম্বর্ধনা জানাতে লাগলেন যেন কোনও শ্রীকৃষ্ণ অন্য শ্রীকৃষ্ণ কি করেছেন না করেছেন কিছুই জানেন না। বৃন্দাবনের রাসলীলায় শ্রীকৃষ্ণ শতকোটি গোপীর প্রত্যেকের সঙ্গে একই সময়ে নৃত্য করছিলেন। প্রত্যেক গোপী দেখলেন যে, তাঁর কাছেই কেবল শ্রীকৃষ্ণ রয়েছেন। এখন যদি প্রশ্ন করা যায়, এত অসংখ্য শ্রীকৃষ্ণ কারা? তবে উত্তর হল যে, শ্রীকৃষ্ণ মাত্র একজন। অসংখ্যরূপে তাঁর বিস্তার। ঠিক সেইরকম অসংখ্য তুলসী বৃক্ষ একই তুলসীদেবীর অসংখ্য প্রকাশ।

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):