বীরের মতো নরক যাত্রা গল্পে উপদেশ
এক সময় একজন মানুষ আরেকজন মানুষকে তাড়া করছিল। যে মানুষটি তাড়া করছিল সে জিজ্ঞাসা করল, “কি হে! তুমি পালাচ্ছ কেন? দাঁড়াও! তুমি কি আমায় ভয় পাও?” অন্য লোকটি উত্তর দিল, “আমি কেন ভয় পাব ? আমি তোমাকে ভয় পাই না।”
– “তবে দাঁড়াও, পালাচ্ছ কেন?”
– “আমি পালাব না কেন? আমার এখানে কোন কাজ নেই। আমি থামব কেন ? এই বলে লোকটি পড়িমরি করে দৌড়াতে লাগল।
। হিতোপদেশ।
পাপ কর্ম করলে তার দন্ড ভোগ অবশ্যম্ভাবী। এই কথা মানুষ জানলেও দুষ্ট ব্যক্তি কর্ম বন্ধ করতে চায় না। সে বলে- আমি পাপ করব না কেন ? আমি সৎ থাকব কেন ? পাপ কর্মই আমার কাজ। আমি থামব কেন ? এই পাগলামি করে সে বীরের মতো নরক যাত্রা ভোগ করতে চলে।
– “আমি পালাব না কেন? আমার এখানে কোন কাজ নেই। আমি থামব কেন ? এই বলে লোকটি পড়িমরি করে দৌড়াতে লাগল।
। হিতোপদেশ।
পাপ কর্ম করলে তার দন্ড ভোগ অবশ্যম্ভাবী। এই কথা মানুষ জানলেও দুষ্ট ব্যক্তি কর্ম বন্ধ করতে চায় না। সে বলে- আমি পাপ করব না কেন ? আমি সৎ থাকব কেন ? পাপ কর্মই আমার কাজ। আমি থামব কেন ? এই পাগলামি করে সে বীরের মতো নরক যাত্রা ভোগ করতে চলে।
খবর বিভাগঃ
হিন্দু ধর্ম
0 মন্তব্য(গুলি):