বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

ষড়বেদাঙ্গ

ষড়বেদাঙ্গঃ-
বেদের অর্থ সঠিকভাবে বুঝিতে হইলে কতকগুলি আনুষাঙ্গিক গ্রন্থ পাঠ করা প্রয়োজন । সেগুলিকে “বেদাঙ্গ” বলে। “বেদাঙ্গ” ৬ প্রকার-

১) শিক্ষা- বর্ণের শুদ্ধ উচ্চারন সম্বন্ধীয় শাস্ত্র । ইহার রচয়িতা মহামুনি পাণিনি।

২) ব্যাকারণ- শব্দ ব্যুৎপাদক শাস্ত্র । ইহার রচয়িতা মহামুনি পাণিনি। ইহাতে পদ- সাধনাদির নিয়মাবলী রহিয়াছে ।

৩) ছন্দঃ – ছন্দঃ জ্ঞান সম্বলিত শাস্ত্র। ইহার রচয়িতা পিঙ্গলাচার্য্য । বেদে ৭ টি ছন্দের উল্লেখ আছে। পরবর্তীকালে লৌকিক ছন্দের প্রচলন হয়।

৪) নিরুক্ত – বৈদিক শব্দের সঠিক অর্থ ইহাতে নিরূপিত হইয়াছে। ইহার রচয়িতা মহামুনি যাস্ক ।

৫) জ্যোতিষ- ইহার রচয়িতা মহামুনি গর্গ । ইহা দুই ভাগে বিভক্ত-

ক) গণিত- জ্যোতিষ – ইহাতে গ্রহ- নক্ষত্রাদির আকৃতি, প্রকৃতি , পরিমাণ , ব্যবধান , দূরত্ব ও অবস্থান ইত্যাদি রহিয়াছে ।

খ) ফলিত – জ্যোতিষ- ইহাতে মানব প্রকৃতির সহিত গ্রহ- নক্ষত্রাদির সম্পর্ক ইত্যাদি রহিয়াছে । হস্তরেখা বিচার ও কোষ্ঠি- বিচার প্রভৃতি ইহার অন্তর্গত ।

৬) কল্পসূত্র- ইহা তিন ভাগে বিভক্ত –

ক) শ্রৌতসূত্র- বৈদিক যাগ- যজ্ঞাদির নিয়মাবলী সম্বলিত শাস্ত্র ।

খ) গৃহ্যসূত্র – গৃহীদের কর্ত্তব্যাকর্ত্তব্য । সংসারে পিতামাতা, পত্নী- পুত্র, ভ্রাতা ভগিণী প্রভৃতির প্রতি কর্ত্তব্য সম্বলিত শাস্ত্র ।

গ) ধর্মসূত্র – দেশের ও সমাজের প্রতি প্রত্যেক ব্যক্তির কর্তব্য কি ? বিবিধ নীতি- নিয়ম ও অনুশাসন ইহাতে বর্ণিত হইয়াছে। চতুর্বর্ণের ও চতুরাশ্রমের বিধি-নিষেধ , রাজধর্ম , দণ্ডনীতি প্রভৃতি বহু বিষয় ইহাতে উল্লেখিত আছে।

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):