শিব যে ৫ টি গোপন কথা বলেছিলেন পার্বতীকে
পার্বতী জানতে চেয়েছিলেন, মানব জীবনে সব থেকে বড় পুণ্য ও সব থেকে ঘৃণ্য পাপ কী। এর উত্তরে মহাদেব জানান—
১। মানব জীবনে সব থেকে বড় পুণ্য হল সৎ থাকা, সত্যের পথে অবিচল থাকা। আর সব থেকে ঘৃণ্য পাপ হল অসততা। এমনকী, নিজে সৎ হয়েও অসততাকে যাঁরা সমর্থন করেন, তাঁরাও সমান পাপ করেন।
২। পার্বতীর পরের প্রশ্নটি ছিল— জীবনের সব থেকে বড় গুণ কী? শিব উত্তরে জানান, আত্মদর্শনের ক্ষমতাই মানব জীবনে সব থেকে বড় গুণ। যিনি এই গুণকে করায়ত্ত করতে পারেন, তিনিই জীবনে সফল হন। আত্মদর্শন অর্থে দেবাদিদেব আত্ম-পর্যবেক্ষণ ও আত্ম-সমালোচনাকে বুঝিয়েছিলেন।
৩। শিব পার্বতীকে এর পরে জানান, তিনটি বিষয়ে সাবধান থাকাই থাকাই শ্রেয়। এমন কোনও পাপে লিপ্ত হওয়া উচিত নয়, যাতে বাক্য, কর্ম ও চিন্তা— এই তিন উপাদান ক্ষতিগ্রস্ত হয়।
৪। পার্বতী জানতে চেয়েছিলেন, জীবনে সাফল্যের মন্ত্র কী। শিব তাঁকে জানান, আসক্তিই যে কোনও মানুষকে পিছন থেকে টানে। লোভ ও আসক্তিকে জয় করতে পারলে নিষ্কাম কর্ম সম্পাদন সম্ভব। নিষ্কাম কর্মই সাফল্যের একমাত্র মন্ত্র।
৫। সব শেষে শিব পার্বতীকে জানান, ‘মৃগতৃষ্ণা’ বা প্রলোভনই যাবতীয় দুর্দশার মূল। ধ্যান ও সংযম দ্বারা মৃগতৃষ্ণাকে যদি জয় করা যায়, তা হলে কর্মচক্র থেকে মোক্ষ বা মুক্তি সহজেই সম্ভব।
শিব যে ৫ টি গোপন কথা বলেছিলেন পার্বতীকে -
প্রকাশিত হয়েছেঃ জুলাই ১১, ২০১৯
0 মন্তব্য(গুলি):