শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

শিবলিঙ্গ ... লিঙ্গ কি ? JHP SANDWIP

শিবলিঙ্গ ... লিঙ্গ কি ? 
লয়ং গচ্ছতি
ইতি লিঙ্গম ...অর্থাৎ যাহাতে লয় প্রাপ্ত হয় তাহাই লিঙ্গ . সাংখ্যকার বলেন , -সপ্তদশেকং লিঙ্গম .
সপ্তদশ ও চেলিঙ্গম -- অর্থাৎ অষ্টাদশ তত্ত্বের সংমিশ্রণে নিরঞ্জন ব্রহ্মে যেই অবস্থার উদ্ভব হয়েছে ,- তাহারই নাম লিঙ্গ .
অষ্টাদশ তত্ত্ব -- 1. পঞ্চতন্মাত্রা (পঞ্চ মহাভূতের সূক্ষ্ম রূপ -- যথা শব্দ ,স্পর্শ ,রূপ ,রস ,গন্ধ .) 2. পঞ্চ জননেন্দ্রিয় (চক্ষু ,কর্ণ ,নাসিকা ,জিহ্বা ,ত্বক .)
3/ পঞ্চ কর্মেন্দ্রিয় (বাক ,পাণি ,পাদ ,পায়ু , উপস্থ ).
এবং মন , বুদ্ধি ,ও অহংকার .-- এই মোট 18 তত্ত্ব.
এই অষ্টাদশ তত্ত্বের সম্মিলনে নিরাকার ব্রহ্মে যে আকার কল্পিত হইয়াছে তাহাই নিরাকার ব্রহ্মের আদিভূত আকার -----শিবলিঙ্গ .. ....

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):