বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

দশমহাবিদ্যার গুন

 দশমহাবিদ্যার গুন সম্পর্কে ........
১।কালী: সময় এবং রূপসৃষ্টিকারী শক্তি।
২।তারা: এই শক্তির মধ্যে বিশ্রাম নেবার সুযোগ পাওয়া যায়।
৩।ষোড়শী: ষোলোকলায় যিনি পূর্ণ করেন অর্থাৎ জীবকে পূর্ণ করেন।
৪।ভুবনেশ্বরী : এই শক্তি আমাদের অস্তিত্বকে ধরে রেখেছেন।
৫।ছিন্নমস্তা: অস্তিত্ব এখানে শেষ হয়।ভিন্নমতে তেজদায়িনী।
৬।ভৈরবী: ধ্বংসের সক্রিয় শক্তি।
৭।ধূমাবতী: তমগুনের শক্তি।
৮।বগলা: এই শক্তি ঋণাত্মক শক্তিকে নাশ করেন।
৯।মাতঙ্গী: প্রভূত্বদানকারী শক্তি।দুষ্টশক্তিকে দূরে রাখেন।
১০।কমলা: নতুন করে ঐক্যসৃষ্টির শক্তি।

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):