বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

এখন কলিযুগ আর কলি যুগের যুগবতার হলো চৈতন্যমহাপ্রভু (সনাতন বাংলা)

আমরা এক সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাসী ,আমরা এক  শাস্ত্র ভাগবত গীতা বিশ্বাসী মানব সৃষ্টি।

আমরা একমন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বিশ্বাসী ও আমরা কলিযুগের যুগবতার চৈতন্য মহাপ্রভু অনুসারী।


চৈতন্য মহাপ্রভু বলেছেন কলিযুগে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্ত্তন ।শুধু কৃষ্ণ নামে জীবের মুক্তি লাভ গঠে। শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্ত্তন করার ফলে জীবের অনাহাসে মুক্তি হবে । তাই কৃষ্ণ নাম ব্যাতিত আর অন্য কোন কিছু করা প্রশ্ন উঠে না।

তাই যে সমস্ত অবুজ ব্যাক্তিরা কৃষ্ণ ভক্তির দিকে মুখ করেনি তাদের কাছে গিয়ে বেশি বেশি করে হরে কৃষ্ণ মহা মন্ত্র প্রচার করতে হবে।তা হলে তারা ও কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে।

হরে কৃষ্ণ সবাই ভাল থাকুন ।

আজকের মত এখানে শেষ করলাম।
আমরা আরো ধর্মীয় পোস্ট নিয়ে আসছি। আমাদের সাথে থাকুন ্এবং আমাদের পোস্ট গুলো শেয়ার করুন।

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):