বুধবার, ১৭ জুলাই, ২০১৯

ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র উৎপত্তির কাহিনী।-JHP SANDWIP

ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র উৎপত্তির কাহিনী।

সুদর্শন চক্র উৎপত্তির বিভিন্ন কাহিনী প্রচলিত আছে।
ভগবান বিষ্ণু এই বিশ্বকে প্রতিপালন করার জন্য এমন একটি অস্ত্র চাইছিলেন যেটি হবে অস্ত্রদের ভিতর শ্রেষ্ঠ। সে জন্য ভগবান বিষ্ণু কৈলাস পর্বতে গিয়ে ভগবান শিবের আরাধনা করতেন। ভগবান বিষ্ণু অনেক অনেক মন্ত্র উচ্চারণ পূর্বক ভগবান শিবের আরাধনা করলেও ভগবান শিব দেখা দিচ্ছিলেন না। ভগবান শিবের ১০০০ নাম আছে। এর পর ভগবান বিষ্ণু শিবের ১০০০ নাম উচ্চারণ করে ভগবান শিবের আরাধনা করতে লাগলেন। প্রতিদিন ভগবান বিষ্ণু ভগবান শিবের ১০০০ নাম উচ্চারণ করতেন এবং ১০০০ পদ্মফুল ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করতেন।একদিন মহাদেব তাঁর উদ্দেশ্যে অর্পিত ১০০০ পদ্মফুলের মধ্যে থেকে একটি ফুল সরিয়ে নিলেন। বিষ্ণু বুঝতে পারলেন যে একটি পদ্মফুল কম আছে। তখন তিনি নিজের একটি চোখ উৎপাটন করলেন এবং সেটি হারানো পদ্মফুল হিসেবে অর্পণ করলেন। ভগবান শিব ভগবান বিষ্ণুর ভক্তিতে খুশি হয়ে তখন ভগবান বিষ্ণুর সামনে উপস্থিত হলেন এবং তাঁকে তখন উপহার হিসেবে সুদর্শন চক্র দান করলেন। সুদর্শন চক্র এতটাই শক্তিশালী ছিল যে সেটি ভগবান বিষ্ণুর একার জন্য ধারণ করা বেশ কঠিন ছিল। তাই ভগবান শিব তখন এটিকে তিন ভাগ করলেন, একটি ভগবান বিষ্ণুকে দিলেন, একটি দিলেন দেবী শক্তিকে এবং একটি নিজের কাছে রাখলেন। ভগবান বিষ্ণু এই চক্র দিয়ে ধর্ম প্রতিপালন করে চলেছেন। ভগবান শিবের ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র দান করার এই মূর্তিকে বলা হয় চক্রপ্রদ মূর্তি। আর এই ঘটনার পর থেকে ভগবান বিষ্ণুকে বলা হয় পদ্মলোচন।

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):